করোনা থেকে মুক্ত আছে বিশ্বের যে ১২ টি দেশ !!
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো পৃথিবী। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চল। এসব দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৫২ লাখ ১৪ হাজার ৯৭১ জন। এছাড়া এই মরণব্যধীতে প্রাণ হারিয়েছেন মোট ৩ লাখ ৩৫ হাজার ২ জন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ১২টি দেশ আছেন, যারা নিশ্চিন্তে দিন যাপন করছেন। কারণ যেসব দেশে এখন পর্যন্ত আঘাত করেনি করোনা নামক মরণভাইরাস। গতমাসের এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এই তালিকায় ছিলো ১৬টি দেশ। তার মধ্যে চারটি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর বিশ্ব মানচিত্রে যে ১২টি দেশে এখনো করোনাভাইরাস প্রবেশ করতে পারেনি, সেগুলো হলো-
আল্লাহ্ আমাদের সকলকে হেফাজত করুক।। আমিন।