করোনা ভাইরাসের চিকিৎসায় ১.৪ কোটি ডলার দিলেন জ্যাক মা !!
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন সংক্রামণ ব্যাধি করোনাভাইরাস ইতিমধ্যে ৭ হাজার ৭শ ১১ জন মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে- মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।
তবে থাইল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রেও বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং শতাধিক মানুষ মা’রা গেছে। চীনের ইতিহাসে সার্স এবং আফ্রিকান সোয়াইন জ্বরসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাবের ঘটনা আছে। এখন প্রায় ১৯টি দেশে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে করোনাভাইরাসের প্রতিষেধকের কাজ এগিয়ে নিতে এবং এর চিকিৎসা ও প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রমের জন্য ১ কোটি ৪০ লাখ ডলার দান করেছেন বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, জ্যাক মার দাতব্য সংস্থার মাধ্যমে এই বিপুল অর্থ দান করা হচ্ছে। এর মধ্যে চীনা সরকারের দু’টি গবেষণা সংস্থাকে ৫৮ লাখ ডলার দান করা হবে। বাকি অর্থ এই ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে দান করা হবে।