করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে মেসির বার্সেলোনা !!
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত চীনে করোনা ভাইরাসের ভয়াবহতায় ঝরেছে ১ হাজারে ৩৫৭ জনের প্রাণ।নতুন খবর হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে মেসির বার্সেলোনা।
আনুষ্ঠানিকভাবে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, “পরিচালক মন্ডলীর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার একটি চ্যারিটি ইভেন্টের আয়োজন করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে চীনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তা করা।”“ক্যাম্প ন্যুতে বার্সেলোনা বনাম গেটাফের মধ্যকার ম্যাচের সময়েই এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।”