করোনা ভাইরাস মারার যে কৌশল আবিষ্কার করল সিঙ্গাপুর !!
করোনা ভাইরাস মেরে ফেলার কৌশল আবিষ্কারের কথা জানিয়ে সিঙ্গাপুরের একদল গবেষক বলছেন, জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করলে ভাইরাসটি মরে যায়।
তাদের দাবি, করোনা ভাইরাসে আক্রান্তদের শোবার ঘর ও বাথরুম প্রচণ্ড দূষিত থাকে। তাই কোনো জিনিস বা বস্তুর পৃষ্ঠতল, মেঝে, বেসিন ও টয়লেট-কমোড জীবাণুনাশক দিয়ে বারবার পরিষ্কার করা প্রয়োজন। এতে ওই ভাইরাস মরে যায়।
সিঙ্গাপুরের সেই গবেষণাপত্রটি আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে। চীনের হাসপাতালে ব্যাপক আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার পরে এ গবেষণা তথ্য উঠে আসে।