করোনা সংক্রমিত বাংলাদেশিদের দায়িত্ব নেবে সিঙ্গাপুর !!
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুর সরকার করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আক্রান্তের সঙ্গে সিঙ্গাপুরে এক রুমে আরো ৮ জনের বসবাস ছিল। তাদের সবাইকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরা যেখানে তিনি বসবাস করতেন সে বাড়ির বাসিন্দাদের কর্মস্থলে না ফিয়ে বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে সনাক্ত হওয়া বাংলাদেশির চিকিৎসার সব দায়-দায়িত্ব সিঙ্গাপুর সরকার বহন করবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি আশ্বস্ত করে তিনি বলেন, বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫৫৪ জন। চীনের বাইরে এখন পর্যন্ত ১২টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। গত ২৪ ফন্টায় নতুন কোনো দেশে এ ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়নি।