কাতারে তিন হাজার বাংলাদেশি করোনায় আ’ক্রা’ন্ত !!
কাতারে প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি আ’ক্রা’ন্ত হয়েছেন। এত বেশি বাংলাদেশি আ’ক্রান্ত হওয়ায় আ’ত’ঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। ২৫ লাখ জনসংখ্যার ছোট দেশটিতে ৪ বাংলাদেশিসহ মা’রা গেছেন ১২ জন। আ’ক্রা’ন্ত হয়েছেন সাড়ে ১৫ হাজারের বেশি মানুষ।
কাতার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসে আ’ক্রা’ন্তদের ১৮ ভাগই প্রবাসী বাংলাদেশি। সংখ্যার হিসাবে প্রায় তিন হাজার। এ অবস্থায় আ’ত’ঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। রয়েছে খাদ্যসঙ্কটও।
করোনায় আ’ক্রা’ন্ত ও মৃ’তের ঝুঁ’কিতে থাকা প্রবাসীদের চাকরি হারিয়েছেন কেউ কেউ। তাদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বিভিন্ন সংগঠন।কাতারে মোট আ’ক্রা’ন্তের মধ্যে ৩২ শতাংশ ভারতীয়, ২০ শতাংশ নেপালি আর ৬ শতাংশ স্থানীয়সহ বিভিন্ন দেশের নাগরিক।