কাতারে যাওয়ার সময় যে সকল ওষুধ নিলে হতে পারে জেল-জরিমানা
বিদেশে যাওয়ার সময় অনেকেই তো বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকেন। তবে এবার কাতার যাওয়ার ক্ষেত্রে সাবধান। কাতারে যাওয়ার আগে জেনে নিন যে সকল ওষুধ নিয়ে কাতারে গেলে হতে পারে জেল-জরিমানা।
প্রবাসীদের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে নিজের জন্য হোক বা বন্ধু-স্বজনের জন্য হোক, না জেনে ওষুধ সাথে আনলে আইনি ঝামেলার মুখোমুখি হতে পারেন যে কেউ। সম্প্রতি কাতারে ইন্ডিয়ান দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানান যে, কাতারে নিষিদ্ধ ওষুধ বহন করলে আটক এবং জেল হতে পারে ওষুধ বহনকারী যাত্রীর।
তবে যে সকল ওষুধ কাতারে নিষি’দ্ধ নয় সেগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য সাথে আনা যাবে। অবশ্যই এসব ওষুধ আনার সময় স্বীকৃত ডাক্তার অথবা স্বীকৃত হাসপাতালের প্রেসক্রি’পশন দেখাতে হবে। আর প্রেস’ক্রিপশনটি অবশ্যই ভ্রমণের আগে’র একমাসের মধ্যে হতে হবে।
কাতারে আসার সময় মা’দকদ্রব্য বা সাইকোট্রপিক পদার্থের সব ধরণের ওষুধ বহন করা নিষিদ্ধ।
নিষিদ্ধ ওষুধের তালিকায় রয়েছে: লিরিকা, ট্রামাডল, আলপ্রাজোলাম (জ্যানাক্স), ডায়াজেপাম (ভ্যালিয়াম), জোলাম, ক্লোনাজেপাম, জোলপিডেম, কোডাইন, মেথাডন, প্রেগাবালিনসহ আরও বিভিন্ন ওষুধ।
এখানে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে কাতারে যেসব ওষুধ আনা নি’ষিদ্ধ, সেগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।