কাতারে শেষ হলো শ্রমিকদের জন্য কর্মবিরতির মেয়াদ
গতকাল (১৫ সেপ্টেম্বর) কাতারে শেষ হলো শ্রমিকদের জন্য দুপুরে বাধ্যতামূলক কর্মবিরতির মেয়াদ। তাছাড়া এর আগে গত ১ জুন থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা জায়গায় শ্রমিকদে’র দিয়ে কাজ ক’রো’নার উপর নিষেধাজ্ঞা জা’রি করা হয়।
১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকায় আজ ১৬ সেপ্টেম্বর থেকে এই নিষেধা’জ্ঞা আর কার্যকর থাকছে না। এই নিষেধা’জ্ঞা চলাকালে গত সাড়ে তিন মাসে কাতারে মোট ৩৩৮ টি কোম্পানি’র বি’রু’দ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কোম্পানি শ্রমিকদের’কে দিয়ে বেলা ১০টার পরও কাজ করিয়েছিল যা শ্রম মন্ত্রণালয়ের কাছে প্রমাণিত হয়েছে।
কাতারে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই নিষেধা’জ্ঞা বেশ শ’ক্তভাবে কার্যকর করা হয়ে থাকে। কাতার শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞ’প্তিতে সব শ্রমিকের জন্য নি’রাপ’দ পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে কোম্পানিগুলোর প্রতি আহবান জানিয়েছে।