কাশবনের ভেতর অশ্লীল কর্মকাণ্ড, রেগে আগুন দিলেন স্থানীয়রা
জানা গেছে সিলেটের গোলাপগঞ্জের চৌঘড়ি এলাকার কাশাবনে স্থানীয়রা আগুন দিয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় জঙ্গলে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘড়ি এলাকায় রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশবন অবস্থিত।
স্থানীয়রা জানান, ছুটির কারণে শুক্রবার (১ অক্টোবর) শত শত মানুষ কাশাবনে এসেছিলেন। দূর -দূরান্ত থেকে মানুষ আসছে পরিবার নিয়ে। কাশবনের সৌন্দর্য দেখার নামে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছে। কাসাবনের পিছনে প্রতিনিয়ত খারাপ কাজ চলছে। যে কারণে এটি এলাকায় প্রভাব ফেলছে। এদিকে, এখানে বেশ কিছু ছোট মারামারি হয়েছে। বড় অপ্রীতিকর ঘটনা যে কোন সময় ঘটতে পারে। জানা যায়, সব দিক বিবেচনা করে বনে আগুন লাগানো হয়েছিল।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো। গোলাম কবির বলেন, এই কাশবনটি ব্যক্তিগত মালিকানাধীন একটি জায়গায়। যাইহোক, যদি এটি একটি সরকারী স্থানে থাকে তবে এটি একটি পর্যটন স্পটে রূপান্তরিত হতে পারে।