কাশ্মীরে গণভোট দিতেও প্রস্তুত আছে পাকিস্তান – ইমরান খান !!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা কি পাকিস্তানের সঙ্গে থাকতে চান, নাকি স্বাধীনতা চান, সে ব্যাপারে তাদেরকেই সিদ্ধান্ত নিতে দেয়া উচিত৷ বুধবার ডয়চে ভেলেকে বলেন তিনি৷ একই প্রশ্নে কাশ্মীরে গণভোট দিতেও পাকিস্তান প্রস্তুত বলে ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোলকে জানান ইমরান খান৷
গত বছর আগস্টে ভারতের নরেন্দ্র মোদি সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বা’তিল করে৷ এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ভারতে এখন আরএসএস-এর (রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ) ‘হিন্দুত্ববা’দী’ ভাবাদর্শের জয়জয়কার৷ আরএসএস জার্মানির নাৎ’সিদের দ্বারা অনুপ্রা’ণিত৷ আর নাৎসিদের জন্ম হয়েছিল সংখ্যাল’ঘুদের প্রতি ঘৃ’ণা থেকে৷ তেমনিভাবে আরএসএস মতাদর্শও মুসলমানসহ অন্যান্য সংখ্যাল’ঘুদের প্রতি ঘৃ’ণার উপর দাঁড়িয়ে আছে৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এটা ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর জন্য একটি ট্র্যা’জে’ডি যে, ভারত এখন আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে৷ হংকংয়ে বিক্ষো’ভের চেয়ে কাশ্মীর ট্র্যা’জেডি অনেক বড় ঘটনা হলেও বিশ্ব গণমাধ্যমে তা বেশি গুরুত্ব পাচ্ছেনা৷ এর কারণ হিসেবে তিনি বলেন, দুঃ’খজ’নক হলেও সত্য যে, পশ্চিমাদের কাছে বাণিজ্যিক স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ৷ ভারত একটি বড় বাজার৷ তাই কাশ্মীরের প্রায় ৮০ লাখ মানুষ ও ভারতে সংখ্যাল’ঘুদের প্রতি কী ঘটছে, তা নিয়ে পশ্চিমাদের বেশি প্র’তিক্রি’য়াশীল হতে দেখা যায় না৷ সূত্র : ডয়চে ভেলে