কিম জং উনের মৃ’ত্যুর সঠিক তথ্য জানতে চীনের যে কৌশল অবলম্বন !!
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মৃত্যুর খবর প্রকাশ করেছে হংকং স্যাটেলাইট টেলিভিশন। তার শারীরিক অবস্থা নিয়ে যখন নানা খবর ছড়িয়ে পড়ছে তখন দেশটিতে একদল বিশেষজ্ঞ ডাক্তার পাঠিয়েছে চীন। তারা কিম জং উনের শারীরিক অবস্থা নির্ধারণ করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে নিউজউইককে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার নেতার শারীরিক অবস্থা নিয়ে যেসব খবর প্রকাশ পাচ্ছে তার ওপর আমেরিকা অব্যাহতভাবে নজর রেখে চলেছে। তবে এই সময়ে কিম জং উন মারা গেছেন এমন কোনো নিশ্চয়তা সরকারিভাবে নিশ্চিত হওয়া যায় নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, ঐতিহাসিক আদর্শে এখনো উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রস্তুত।
এদিকে, হংকং স্যাটেলাইট টেলিভিশন কিমের মৃত্যুর খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়া থেকে তা নিশ্চিত করা হয়নি। কিম জং উনকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় ১১ এপ্রিল দলের পলিটব্যুরোর এক মিটিংয়ে। তবে ১৫ এপ্রিল দেশের প্রতিষ্ঠাতা ও তার দাদা কিম ইল সুংয়ের জন্মদিনে তাকে অনুপস্থিত দেখা গেছে। এরপরই নানা জল্পনা ছড়িয় পড়ে। পার্সটুডে।