কুমিল্লার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং কেউ ছাড় পাবে না।
বুধবার সন্ধ্যায় রাজধানীর কেআইবি চত্বরে দুর্গাপূজা মহাষ্টমী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কুমিল্লার ঘটনাকে সাম্প্রদায়িক অপকর্ম হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা হিন্দু মন্দিরে হামলা করেছে তারা কোন দলেরই হোক না কেন রেহাই পাবে না।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে আসার সাথে সাথে যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সার্বজনীন দুর্গাপূজায় পরিণত হয়েছে।”
তিনি বলেন সারা দেশে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পূজা মন্ডলে উৎসব পালিত হচ্ছে, তাই এক প্রতারক মহলে আগুন জ্বলছে।
ওবায়দুল কাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একজনকে সতর্ক থাকতে হবে যাতে কোন দুর্বৃত্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা মন্দিরে আক্রমণ করতে না পারে।