কুমিল্লায় করোনায় আজ ২ জনের মৃ’ত্যু – আ’ক্রান্ত ১২ জন !!
কুমিল্লায় নতুন করে একই পরিবারের ৫ জনসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও মৃ’ত্যুর তালিকায় যোগ হয়েছে আরও ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃ’ত্যু হলো ৬ জনের। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ১৩৪ জন। শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
তিনি আরও জানান, শুক্রবার প্রাপ্ত রিপোর্ট অনুসারে নতুন আ’ক্রান্তদের মধ্যে দেবিদ্বারের একই পরিবারের ৫ জনসহ ৬ জন, বরুড়ার ৩ জন, সিটি কর্পোরেশন এলাকায় ২ জন ও আদর্শ সদর উপজেলায় ১ জন রয়েছেন। উপজেলাওয়ারী আ’ক্রান্ত ও মৃ’তের দিক থেকে শীর্ষে রয়েছে দেবিদ্বার উপজেলা আ’ক্রান্ত ৩৮ জন ও মৃ’ত্যু ৫। আজ মৃ’ত ২ ব্যক্তির বাড়িও দেবিদ্বারে।
এছাড়াও আ’ক্রান্তদের মধ্যে তিতাসে ১১, লাকসামে ১৩, দাউদকান্দিতে ৮, চান্দিনায় ১১, বুড়িচংয়ে ৮, মুরাদনগরে ১২, বরুড়ায় ১০, মনোহরগঞ্জে ৫, ব্রাহ্মণপাড়ায় ২, হোমনায় ২, সদর দক্ষিণে ৩, মেঘনায় ২, আদর্শ সদরে ২, চৌদ্দগ্রামে ১ এবং সিটি কর্পোরেশনে ৬ জনসহ মোট ১৩৪ জন।