কুরআন পোড়ানোর ঘটনার পর নরওয়েতে ইসলাম গ্রহণের হিড়িক !!
কয়েকদিন আগে উত্তর ইউরোপের দেশ নরওয়েতে এক উ’গ্রপন্থী খৃস্টান কোরআনের একটি কপি জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। তবে যে স্থানটিতে কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে, সেখানে এবার আল-কুরআনের তেলাওয়াত হচ্ছে। শুধু তাই নয়, কুরআন পোড়ানোর ঘটনার পর নরওয়েতে ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেড়েই চলেছে ।
একটি সুত্রে জানা যায়, ইউরোপের দেশ নরওয়েতে ইসলাম গ্রহণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে । দেশটিতে প্রতিদিন গড়ে ৮ জন ভিন্নধর্মী লোক মুসলমান হচ্ছেন। দৈনিক ভারডেনস গ্যাঙ্গে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসলাম গ্রহণের সাথে সাথে দেশটিতে ইসলামফোবিয়ার হারও বৃদ্ধি পেয়েছে।
নরওয়ের নেতৃস্থানীয় ভার্ডেন্স গ্যাং পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ১৯৯০ এর দশকে যেখানে মাত্র ৫০০ জন ইসলাম গ্রহণ করেছেন সেখানে সাম্প্রতিক বছরগুলিতে ধর্মা’ন্তরিত মুসলমানের সংখ্যা প্রায় ৩ হাজার। নরওয়েতে মুসলমানের সংখ্যা ২০০৫ সালে ছিল ১ লাখ ২০ হাজার। ২০০৯ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার।