কুড়িয়ে পাওয়া তিন লাখ টাকা ফেরত দিলেন কলেজছাত্র !!
কুড়িয়ে পাওয়া তিন লাখ টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী প্রান্ত অধিকারী। শনিবার বিকেলে আরএমপি কমিশনারের সম্মেলন কক্ষে কমিশনার আব্দুল আলীম মাহামুদের উস্থিতিতে প্রান্ত টাকাসহ ব্যাগটি ইব্রাহিমকে ফেরত দেন। ইব্রাহিম রংপুরের বাসিন্দা ও জয়পুরহাটের শিক্ষা কর্মকর্তা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাব হোসেন জানান, শুক্রবার সকালে রংপুর সিটি মার্কেটে বাজার করতে এসে সড়কে তিন লাখ টাকাসহ ব্যাগটি পান প্রান্ত। এরপর তিনি রংপুর কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সদস্য সচিব আব্দুল কাদের দিদারকে জানান। পরে আরএমপি ও কউিনিটি পুলিশিং কমিটির সদস্যরা ইব্রাহিমকে খুঁজে টাকা ফেরত দেন।