কোরনা-ভাইরসের থাবায় ইরানে মৃ’তের সংখ্যা ৫০ !!
চীনের উহান থেকে উৎপত্তি হয়ে করোনার প্র’ভাব এখন সীমানা পেরিয়ে বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যেও হা’না দিয়েছে এ ভাইরাস। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে ইরানের কুয়াম শহরে ৫০ জনের মৃ’ত্যু হয়েছে। দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
খবরে বলা হয়, ইরানের কুয়ামের এমপি আহমাদ আমিরাবাদি ফরহানি এই অর্ধশতাধিক মৃ’ত্যুর কথা জানিয়েছেন। সেখানে অর্ধশতাধিকের বেশি মৃ’ত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইরানে ইসলাম প্রচার ও ধ’র্মীয় তী’র্থযাত্রীদের কেন্দ্রভূমি বলা হয়ে থাকে কুয়াম শহরকে।