কোহলির পরামর্শ মানতে পারছেন না পাপন, জানালেন নতুন পরিকল্পনা !!
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তবু ছোট করলেন না টাইগারদের। বরং টেস্টে উন্নতি করতে তাদের আরও বেশি খেলতে হবে, এমন সান্ত্বনাই দিয়েছেন তিনি। সেইসঙ্গে পরামর্শ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে আরও মনোযোগী হবার।
এদিকে কোহলির এই পরামর্শকে কিভাবে দেখছে বাংলাদেশ? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছুটা একমত হলেও পুরোপুরি মানতে পারছেন না কোহলির কথা। বরং ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান হবে, এমন মনে করার কারণ নেই বলছেন বিসিবির বিগ বস পাপন।
এ ব্যাপারে পাপন বলেন, ‘এটা এক দিক দিয়ে ঠিক। আবার পুরোপুরি ঠিক না। ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে লাভটা কি হবে? ধরুন আমরা এখন যে ঘরোয়া ক্রিকেট খেলছি স্পোর্টিং উইকেট করছি, বাউন্সি করছি পেসারদের জন্য। একটায় অনুর্ধ-১৯ দল টুর্নামেন্ট খেলছে, সিরিজ খেলছে। আবার ইমার্জিং কাপ খেলছে। জাতীয় দল নেই। যে সমস্ত বোলার আছে এদের সাথে ব্যাটিং করে এরা কি শিখবে? আপনি কার সাথে তুলনা করছেন? আমাদের তো ওরকম বোলারও লাগবে। খালি পিচ তৈরি করলে তো হবে না।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের ওই মানের বোলার তো লাগবে। ওয়ার্ল্ড ক্লাস বোলারদের সাথে খেলে এসেছে এবার। সো আমাদের বোলিংয়ের ধারটাও বাড়াতে হবে।’
এ সময় ভালো বোলার বের করার পরিকল্পনা আছে জানিয়ে পাপন বলেন, ‘আমরা এটা নিয়ে ভাবছি। এটা নিয়ে সত্যি সত্যি একটা পরিকল্পনা করেছি যেটা আপনারা দুই তিন মাসের মধ্যে দেখবেন। টেস্টে এই ধরনের পরিস্থিতি ফেস করতে আমরা লং টার্ম ও শর্ট টার্ম পরিকল্পনা করেছি। আমার মনে হয় এটা ব্যাটিংয়ে কাজে দেবে।’