কোয়ারেন্টাইন থেকে যারা ছাড় পেয়েছেন তারা এখন সম্পূর্ণ সুস্থ !!
কোয়ারেন্টাইন থেকে যারা ছাড় পেয়েছেন তারা আল্লাহ্র রহমতে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক বলেই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মঙ্গলবার (২১ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে আমাদের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।’তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ১ হাজার ৪২৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে গেছেন ৪ হাজার ১৬৮ জন। হোম ও প্রাতিষ্ঠানিক মিলে নতুন কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৫৯২ জন।’
গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আরো ৪৩৪ জনের শরীরে করোনাভা’ইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আ’ক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।