ক্রেতাদের হা’মলার আশঙ্কায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি !!
বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে বহুদিন। এবার সেই হাওয়া নাড়া দিল ভারতের বিহারকেও। সেখানেও পেঁয়াজের কেজি ছাড়িয়েছে ১০০ রূপি। বিহার রাজ্যের কয়েকটি স্থানে সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৩৫ রূপি প্রতি কেজিতে, সেখানে কিনতে আসা ক্রেতাদের রোষের ভয়ে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন বিক্রেতারা।
শনিবার (৩০ নভেম্বর) এই চিত্র দেখা যায়। বিহার রাজ্য সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানিয়েছেন, পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোঁড়া ও পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে।
সরকার পেঁয়াজ বিক্রয় কর্মীদের পুলিশি নিরাপত্তা দেয়নি। এভাবেই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো এলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।