খালেদা জিয়ার যে ছবি নিয়ে ফেসবুকে তোলপাড় !!
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাটইরাল হয়েছে। এ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় শুরু হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। সাথে সাথে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবিটিতে দেখা যায়, হিজাব পরে একটি সোফায় বসে আছেন খালেদা জিয়া আর তার পাশে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এই ছবিটি ফেসবুকে পোস্ট করেন ছাত্রদলের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা। এর মধ্যে রয়েছেন- সেলিনা সুলতানা নিশিতা, বহিষ্কৃত এজমল হোসেন পাইলট, স্বেচ্ছাসেবক দলেরর কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন। ছবিটিকে অনেকেই সাম্প্রতিক সময়ের ছবি হিসেবে মনে করছেন। তবে পোস্টদাতারা এ বিষয়ে কিছু উল্লেখ করেননি।
সেলিনা সুলতানা নিশিতা তার ফেসবুক আইডি থেকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশনে ছবিটা পোস্ট করেছেন। এতে প্রায় সাড়ে চার হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। এজমল হোসেন পাইলট ‘পরম আপনাকে হেফাজত করুন, আমিন’ এই ক্যাপশনে ছবিটি পোস্ট করেছেন; তাতে প্রায় দেড় হাজার জন প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোরশেদ আলম এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনার মধ্যে নামাজ, পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ দেখে সময় কাটান বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
A picture of BNP chairperson Begum Khaleda Zia has gone viral on social media. Social media has begun to take on this image. Leaders of various BNP organizations posted the photo on Facebook. At the same time, many people responded via comments on Facebook. In the picture, Khaleda Zia is sitting on a sofa after the hijab and Sharmila Rahman Sithi, wife of the late Arafat Rahman Koko, is standing beside her burqa. The former student leader of the Chhatra Dal posted the picture on Sunday (April 19) at noon. These include – Selina Sultana Nishita, ousted Ajmal Hossain Pilot, volunteer group central leader and several others. Many think of the picture as a recent picture. However, the post office did not mention anything.
Selina Sultana Nishita posted the picture on her Facebook ID captioned ‘Alhamdulillah’. About 4,000 Facebook users responded. Ajmal Hossain Pilot ‘Absolutely protect you, Amin’ posted this caption; About one and a half thousand people responded.
Volunteer party central leader Morshed Alam posted the picture, “BNP chairperson and former three-time prime minister, the most popular leader in Southeast Asia, was the leader of the upazila leader, Khaleda Begum Khaleda.”
On Monday 20th April, Daily Daily photo journalist Babul Talukder (who poses for Khaleda Zia’s program) posted this photo on Facebook, ‘Please, do not spread the confusion, many are sharing this photo with BNP chairperson Begum Khaleda Zia, whether through social media or not. , Which is very sad! This image is too old! He is still living at home when he is ill. Dear eye treatment for Dr. Medical team under the supervision of Zobaida Rahman. Only his doctors can talk about his current physical condition. We pray for the well-being of our dear leader, Amin. ‘
He further wrote, ‘Special note, we should be more careful about sharing anything about him, our highest leader, the BNP chairperson. Because it can lead to erroneous messages to millions of supporters and the public, which can cause major harm. Finally, don’t be fooled, I never preach any lies on Facebook, thank you and good luck to you all.
In this post by Babul Talukder, Ajmal Hossain Pilot commented, I have given the picture. However, I did not write anything like the picture of Québec or yesterday’s picture. I also think the picture is older. Thank you for clearing everyone up.
In this regard, BNP chairperson’s press wing member Shairul Kabir Khan told BD24 Live, “This film is not a recent photo of BNP chairperson Khaleda Zia. I can say for sure. I also do not use Facebook ID and know who posted it. Sharmila Rahman Sithi, wife of the late Arafat Rahman Koko, is currently living in London.