খুলে দেওয়া হচ্ছে ঢাকার নিউমার্কেট !!
ঈদুল ফিতরের আগে ব্যবসা পুনরায় চালু করার জন্য চারটি জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন নিউমার্কেট মালিক সমিতি।রমজান ও ঈদের কথা বিবেচনা করে সরকার গত ১০ মে থেকে ছয়ঘণ্টার জন্য দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়ার প্রায় দেড়মাস পর রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা পুনরায় ব্যবসা শুরু করেন।
তবে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জীবাণুনাশক টানেল স্থাপনসহ নানারকম বিশেষ সাবধানতা অবলম্বন করছেন ব্যবসায়ীরা।
এদিকে, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্যদিয়ে বুধবার (২০ মে) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ১৬১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্র- বিডি২৪রিপোর্ট