গণস্বাস্থ্যের কিটে এন্টিজেন-এন্টিবডি দিয়ে করোনা শনাক্ত সম্ভব – ড. বিজন !!
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিট-১৯ সংক্রমণ নির্ণয়ক ‘GR Covid-19 Dot Blot’ কিটে ৫ মিনিটেই সুনির্দিষ্টভাবে করোনা রোগী শনাক্ত সম্ভব বলে দাবি করেছেন অধ্যাপক ড. বিজন কুমার শীল।প্রস্তুত করা কিট পরীক্ষায় সফল দাবি করে ‘GR Covid-19 Dot Blot’ গবেষক দলের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেন, এন্টিবডি ও এন্টিজেন এ দুটির সমন্বয় করে কিট তৈরি করা হয়েছে। এটি ৫ মিনিটের মধ্যে সুনির্দিষ্টভাবে করোনা রোগী শনাক্ত করতে সক্ষম।
ড. বিজন কুমার শীল বলেন, আমরা এন্টিজেন ডিটেক্ট করেছি। কেউ যদি এন্টিজেন পজিটিভ হয়, তাহলে তিনি ১০০ শতাংশ পজিটিভ। এতে কোনো সংশয় নেই যে তার শরীরে মধ্যে ভা’ইরাস গ্রো করছে। এন্টিবডি হচ্ছে যে, কেউ ভা’ইরাস আ’ক্রান্ত হয়েছেন, কিন্তু জানতেই পারেননি। যেমন ডেঙ্গুর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখছি একজনের ডেঙ্গু হয়েছে, তার মধ্যে ডেঙ্গুর লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু তার আশপাশের বাকি পাঁচজন ডেঙ্গু আ’ক্রান্ত হয়নি, কিন্তু তাদের শরীরে এন্টিবডি দেখা গিয়েছে।
‘ডেঙ্গুর এখনও প্রাইমারি চেইন ইনফেকশন আছে। সব সময় একটা কথা স্মরণ রাখবেন, ভা’ইরাস ও শরীরের ইমিউন সিস্টেমের ইন্টার রিঅ্যাকশান না হলে কখনও কোনো রোগীর শরীরে রোগের কোনো লক্ষণ দেখা দেবে না। সামান্যতম হলেও লক্ষণ দেখা দেবে। হয়তো একটু কাশি বা জ্বর হয়ে আবার ভালো হয়ে যাবে।’তিনি বলেন, অনেকেই অনেক ধরনের কথা বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভা’ইরাস যে মুহূর্তে মানুষের শরীরে প্রবেশ করে করে, সেই মুহূর্ত থেকে ইমিউন সিস্টেম কাজ করা শুরু করে দেয় সময় বিলম্ব না করে।
The ‘GR Covid-19 Dot Blot’ kit invented by the Public Health Center has been able to accurately identify corona patients in 5 minutes, claims Professor Dr. Bijan Kumar Shil.
The ‘KR Covid-19 Dot Blot’ research team claims to have successfully tested the prepared kit. Bijan Kumar Sheel said the kit was made by combining antibodies and antigens. It is able to accurately identify corona patients within 5 minutes.
Dr. “We have detected the antigen,” said Bijan Kumar Sheel. If someone is antigen positive, then he is 100 percent positive. There is no doubt that the v’irus is growing in his body. The antibody is that someone is infected with the vi’rus, but did not know. For example, in the case of dengue, we often see that someone has dengue, in which the symptoms of dengue are seen. But the other five people around him were not infected with dengue, but antibodies were found in their bodies.
‘Dengue is still a primary chain infection. One thing to keep in mind all the time, if there is no interaction between the v’irus and the body’s immune system, no patient will ever show any symptoms of the disease. Even the slightest symptoms will appear. Maybe a little cough or fever will get better again. ‘
He said that many people are talking in many ways. I would like to say to them, from the moment the vi’rus enters the human body, the immune system starts working without any delay.
For example, he said, if an enemy enters through the border of Bangladesh, then the border guards are not active? The human body’s immune system works in a similar way. Such antibodies as IgM, IgG, and IgA (IgM, IgG, IgA) build up resistance against one v’irus after another. The last is IgA which stays in the human body for a long time. In fact, many have misconceptions. When one of us goes to the hospital infected, his lungs become infected and fill with water. This is because his immune response is not. This is due to the lack of immune response. During this time, the treatment given to the patient causes the immune system to drop in the body of the infected person, and it is too late for the immune system to come.
The microbiologist said that when a person goes to the diagnostic center with a fever or cough, however, his lungs are not severely damaged and he does not seek treatment because his lungs are not damaged. If he comes for the test a little late at that time, antibodies can be found in his body. There are many people who come to get tested as soon as the cough starts. Again, there are many who wait and see if it is all right. The one that goes a little late, gets antibodies in it. If someone’s v’irus is positive, the antibody will be positive.
Asked if it is possible to identify the antigen of the corona v’irus through your kit, scientist Bijan Kumar Sheel said, “Yes, it is possible to identify it with our kit.” You see, the Center for Disease and Prevention (CDC), the European Commission, the US Food and Drug Administration (FDA) are talking about it now, but they haven’t said it before.