গত এক দশকের আর্জেন্টিনার সেরা ফুটবলার নির্বাচিত, শীর্ষে মেসি !!
বর্তমান সময়ের আর্জেন্টিনার সেরা ফুটবলার কে লিওনেল মেসি অ্যাঞ্জেল ডি মারিয়া ? এ নিয়ে ফুটবল বিশ্বে বরাবরই তর্ক-বিতর্ক হয়ে থাকে। অনেকে মনে করেন দুইজনই এই সময়ের সেরা খেলোয়াড়। দুইজনের খেলার ধরণ আলাদা। তারা ভিন্ন ভিন্ন বিষয়ে দক্ষ।
সম্প্রতি, ফুটবলের নিত্য সঙ্গী এই বিতর্কের মধ্যে আর্জেন্টিনার গত এক দশকের সেরা পাঁচজন খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। স্বাভাবিক ভাবেই বিতর্ক থাকবে এখানেও।
আর্জেন্টিনার এই দশক সেরা পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে আছে যারা তারা হলেন-
১. লিওনেল মেসি
২. অ্যাঞ্জেল ডি মারিয়া
৩. গনজালো হিগুইন
৪. সার্জিও রোমেরো
৫. ওতামেন্ডি