গভীর রাতে জাঁকজমক করে বিয়ে, অতঃপর যা ঘটলো…
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে গণজমায়েত করে বিয়ে করায় বর-কনেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।অপরদিকে বিয়ের কাজে সহায়তা করায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে স্থানীয় ইউপি সদস্যকে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাটুরিয়া উপজেলার বরাইদর গ্রামে এ ঘটনা ঘটে।
ইউএনও আশরাফুল আলম জানান, গোপনে খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। গোপনে গণজমায়েত করে বিয়ে করায় সদর উপজেলার মৃত শাহজাহানের এর ছেলে বর বাবুল এবং সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কনে মৌসুমি আক্তারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া বিয়ের কাজে সহায়তা করায় বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য ইসহাক আলীকে অর্থদ- দেওয়া হয়েছে।