গাইবান্ধায় ৬০ বছর পরও কবরে মৃতদেহ অক্ষত !!
মাটি কাটার সময় আনুমানিক ৬০ বছরের পুরোনো একটি অক্ষত মৃতদেহ পাওয়া গিয়েছে। স্থানটিতে একটি উঁচু ঢিবি ছিল। শ্রমিকরা মাটি কাটার সময় কয়েক ফুট নিচেই একটি মৃতদেহ পায়। মৃতদেহটিতে পচন ধরে নি, এমনকি পরনের কাফনের কাপড়ও ছিল একদম ঠিকঠাক। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। সোমবার (২ ডিসেম্বর) মৃতদেহটি পাওয়ার পর এলাকাবাসী ভাবছেন এটা কোনো পরহেজগার ব্যক্তির মরদেহ তাই হয়তো এতে পচন ধরে নি। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফিট মাটি কাটার পরেই লাশটি দেখতে পায়। লাশের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোন দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।