গাইবান্ধায় ৭০ বছরের নারীকে বিয়ে, পরদিন মৃত্যু, আরো জানুন…
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আলহাজ্ব ওসমান আলী (৫৫)। তার স্ত্রী মারা যাওয়ার দীর্ঘদিন পর পূর্ব পরিচিত বয়স্ক ভাতাপ্রাপ্ত বড় ছত্রগাছা গ্রামের রাহেলাকে (৭০) আনুষ্টানিক ভাবে বিয়ে করে।
ওসমান আলী মঙ্গলবার (২৭নভেম্বর) রাতে নিজ বাড়িতে বৌ নিয়ে যায়। কিন্তু বুধবার (২৮ শে নভেম্বর) দিবাগত রাতে নববধূ রাহেলা মারা যায়। নববধূর হঠাৎ মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।ঘটনাটি রহস্য জনক ভেবে ঘটনাস্থলে উপস্থিত হয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, একাকিত্ব কাটানোর জন্য ওসমান আলী ও রাহেলার পরিবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। কিন্তু গভীর রাতে রাহেলা বার্ধ্যক জনিত কারণে স্বামীর ঘরে মারা যায়। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় বয়স্ক নববধূর দাফনের প্রস্তুতি চলছে।