গাছে গাছে কোরানের আয়াত ও হাদিস লেখা, এলাকাবাসীর দাবি জামায়াত-শিবিরের কাজ
রাজশাহীর বিভিন্ন রাস্তার ধারে গাছ ও গুল্মের উপর টিনের ফলকে হাদিস ও কোরানের আয়াত লেখা আছে। সেখানেও বিভিন্ন স্লোগান লেখা আছে। জামাতের শিবির কর্মীরা রাতের অন্ধকারে গাছের চূড়ায় টিনের প্লেটে লেখা এই ধর্মীয় কথাগুলো লাগিয়ে দিচ্ছে। স্থানীয়রা জানান, তারা জনসম্মুখে রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারায় তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
আবার রাস্তায় হাঁটার সাথে সাথে এই লেটার প্লেটগুলি সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
এলাকাবাসীর মতে, একদল লোক রাতের অন্ধকারে রাস্তার দুপাশের গাছের কাছে এই টিনের প্লেট পেরেক লাগাচ্ছে। তারা মোটরসাইকেলে ১০/১২ জনের দলে আসছে এবং তারা ব্যাগ থেকে হাদিস কুরআনের বাণী দিয়ে প্লেট বের করে গাছের উপর রাখছে।
মাঝে মাঝে দলীয় স্লোগান সম্বলিত প্লেট লাগানো। তারা গত আগস্টে রাজশাহী জেলায় এই প্লেট বসানো শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় এই অভিনব কর্মসূচি চলছে।
এলাকাবাসী আরো জানায়, এলাকার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসব টিনের প্লেট গাছে লাগাচ্ছে। তারা দেখতে পারে কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। জনসমক্ষে রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পেরে তারা এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার ঘটনাস্থলে দেখা গেছে, মোহনপুর থানা থেকে তানরমুখী পর্যন্ত ১৫ কিলোমিটার দূরে কোশিমবাজার রোডের দুই পাশে হাজার হাজার গাছে এমন টিনের ফলক লাগানো হয়েছে। প্রতিটি গাছে কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত দিয়ে খোদাই করা প্লেট পথচারীদের কাছে সহজেই দৃশ্যমান। তাদের মধ্যে একটি কালো টিনের উপর বিসমিল্লাহির রাহমানির রহিম লেখা আছে। যার মধ্যে জাযাকাল্লাহু তায়ালা খাইরান, আস্তাগফিরুল্লাহ, যার মধ্যে আলহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ ইত্যাদি লেখা আছে।