গোটা দেশে মোদি সরকার-কে একঘরে করুনঃ মমতা !!
এনআরসি ও সিএএ’র প্রতিবাদে পুরুলিয়া টাউনে ৫ কিলোমিটারের মিছিল করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে হাজার হাজার মানুষের যোগদান করতে দেখা যায়। এসময় ‘গোটা দেশে মোদি সরকার-কে একঘরে’ করার আহ্বান করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিরোধী রাজনৈতিক দলই নয়, দেশের নাগরিক সমাজকেও রাস্তায় নামার অনুরোধও করেছেন এই নেত্রী।
এই মিছিলে মমতা বলেন, ‘বৈধভাবে এদেশে বসবাসকারী নাগরিকদের নাগিরকত্ব কেড়ে নিতে চাইছে বিজেপি। সবার কাছে আমার অনুরোধ, একজোট হয়ে বিজেপি-কেই গোটা দেশে একঘরে করে দিন।’
পাশাপাশি আরও একবার মমতা জানিয়ে দেন, ‘সিএএ বাতিল না হলে আমি আন্দোলন থামাব না। আপনারা শুধু ভোটার লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিন। বাকি আমি দেখে নেব। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। দেশ থেকে তাড়াতে দেব না।’