চট্টগ্রামে সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা !!
করোনা ভা’ইরাসের সংক্রমণের ঊর্ধ্বমমুখী পরিস্থিতিতে ১৪ দিনের জন্য চট্টগ্রামে সব ধরনের বিনোদনকেন্দ্র পর্যটন স্পট ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৪ দিন চিড়িয়াখানায় কোনো দর্শনার্থী ঢুকতে দেওয়া হবে না। চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বুধবার (৩১ মার্চ) এ আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. সাহাদাত হোসেন শুভ বলেন, ‘১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে। তবে ভেতরে প্রাণীদের পরিচর্যাসহ নিয়মিত কার্যক্রম চলবে। ১৪ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।
করোনাভা’ইরাসের সংক্রমণ শুরুর পর গত বছরের ১৯ মার্চ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। মহামারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে পাঁচ মাসেরও বেশি সময় পর আবারও দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়।