চতুর্থ দফায় ছুটির মেয়াদ বাড়ছে আরও ১১ দিন !!

সাধারণ ছুটির মেয়াদ কমপক্ষে আরও ১১ দিন বাড়ছে। কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা। আজ কালকের মধ্যে এ ছুটির ঘোষণা আসতে পারে।করোনা ভা’ইরাসের সং’ক্র’মণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত নয় দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করলে সরকার ১১ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ দ্বিতীয় দফায় ৭ দিন বাড়ায়। এরপর তৃতীয় দফায় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করে। চতুর্থ দফায় আগামী ১৫-১৬ সাধারণ ছুটির আওতায় নিয়ে ১৭-১৮ তারিখ সাপ্তাহিক ছুটি তার সঙ্গে আরও ৫ দিন অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি করতে যাচ্ছে। এর সঙ্গে ২৪ ও ২৫ তারিখ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।


কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই উর্দ্ধতন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, ছুটির মেয়াদ আরো কিছুদিন বাড়তে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না যতক্ষণ এ সং’ক্রান্ত সার্কুলার বা প্রজ্ঞাপন জারি না হবে। ওই কর্মকর্তা আরো জানান, পুরো মাস জুড়ে সাধারণ ছুটি থাকবে। তবে সেটি বৃদ্ধি করা হবে এক সপ্তাহ এক সপ্তাহ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *