চাকরি বাঁচাতে পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা !!
বিশ্বের অন্যান্য দেশের মত করোনাভা’ইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এই প্রা’ণঘা’তী ভা’ইরাসের প্রাদুর্ভাব এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এরই মধ্যে স্বল্প পরিসরে কিছু গার্মেন্টস খুলেছে। কর্মস্থলে ফিরতে ঢাকায় আসছেন পোশাক শ্রমিকরা।
গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে, অটোরিকশা কিংবা খোলা ট্রাকে করে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকেরা। সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, মির্জাপুর থেকে জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন তারা।
গত কয়েকদিন ধরে তারা পায়ে হেঁটে কিংবা বিভিন্ন মাধ্যমে ঢাকা কিংবা গাজীপুরে যাচ্ছেন। এ ব্যাপারে গার্মেন্টস কর্মীরা জানান, অফিস থেকে গার্মেন্টস খোলার ব্যাপারটি তাদের জানানো হয়েছে এবং দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। তাই তারা বাধ্য হয়ে এভাবে যাচ্ছেন। মহাসড়কে যানবাহন না থাকায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, যারা গার্মেন্টস শ্রমিক আছেন তাদের স্বাস্থ্যবিধি ঠিক থাকলে ঢাকায় যেতে দেয়া হচ্ছে। তবে অনেকেই আমাদের অগোচরেই ট্রাকে করে যাচ্ছেন। আবার কেউ কেউ পায়ে হেঁটেই কর্মস্থলে যাচ্ছেন।
তিনি আরো বলেন, কাজে যোগ না দিলে চাকরি থাকবে না, এমন কথা শোনার পর মানবিক কারণে অনেককেই যেতে দেযা হচ্ছে। শনিবার, রোববার এবং আজ সোমবার মহাসড়কে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।