চিকিৎসার খরচ জোগাতে ‘সব’ হারালেন এন্ড্রু কিশোর !!
বাংলাদশ সংগীত জগতে যে কয়জন শিল্পী মানুষের হৃদয়ের মণিকোঠায় যায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে এন্ড্রু কিশোর অন্যতম। তাঁর এ্যালবাম মানেই জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে তিনি গান থেকে সরে দাঁড়িয়েছেন। কেননা তাঁর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে। সেজন্য তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, চিকিৎসার জন্য ২ কোটি টাকার উপরে খরচ হবে। এই বড় অংকের টাকা জোগাতে তিনি তাঁর রাজশাহী শহরের ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে, কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর বলেন, বেশ কয়েক বছর আগে বাবার ভিটে আমি আমার বড় ভাইয়ের নামে দিয়ে দিয়েছি। কয়েক বছর আগেই ভাই মারা গেছে। ওর ছেলে-মেয়েরা এখন সেখানে থাকছে। রাজশাহীতে সম্বল হিসেবে ওই ফ্ল্যাটটাই ছিল। এখন সেটাও নেই’।
প্রসঙ্গত, এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের (৪ নভেম্বর) জন্মগ্রহণ করেন। তিনি বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। যেজন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, ইত্যাদি। বর্তমানে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন।