চীনের উহানে সব ধরনের ‘ব’ন্যপ্রাণী খাওয়া নি’ষিদ্ধ’ !!
চীনের উহান শহরে সব ধরনের ব’ন্যপ্রাণী খাওয়া নি’ষিদ্ধ করা হয়েছে। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী প্রাণ’ঘা’তী নভেল করো’না’ভা’ইরাস এই উহান শহরেরই একটি সামুদ্রিক বাজার থেকে প্রথম ছড়িয়েছিল বলে অ’ভি’যোগ রয়েছে।
বন্যপ্রাণী বিক্রির জন্য প্রসিদ্ধ বাজারটি থেকে বাঁদুড় অথবা প্যাঙ্গোলিনের মাধ্যমেই প্রথম করো’না’ভা’ইরাস ছড়িয়েছিল বলে ধারণা করা হয়।
এবার সেই উহান শহরে সব ধরনের বন্যপ্রাণী কেনাবেচা, শি’কা’র ও খাওয়া নি’ষি’দ্ধ করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) উহান কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়। খাওয়া নি’ষি’দ্ধ প্রাণীর তালিকায় আছে- যে কোনো ধরনের ব’ন্যপ্রাণী, সংরক্ষণের তালিকায় থাকা জলজ প্রাণী, ব’ন্দি অবস্থায় প্রজনন করে এমন প্রাণী।
এদিকে উহান শহর কর্তৃপক্ষ এমন সময় এ সিদ্ধান্ত ঘোষণা করলো যখন বন্যপ্রাণীর অবৈ’ধ ব্যবসা বন্ধে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে তীব্র চাপের মুখে পড়েছে চীন সরকার।এরই পরিপ্রেক্ষিতে চীনের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি খামারে পালনযোগ্য পশুপাখির একটি তালিকা দিয়েছে। সে তালিকায় কু’কুরসহ নির্দিষ্ট কিছু প্রাণীর নাম বাদ দেয়া হয়েছে।
হুবেই প্রদেশের রাজধানী উহান নগর কর্তৃপক্ষ মাংস খাওয়া নি’ষি’দ্ধ করার পাশাপাশি শহরের সীমানার মধ্যে কোনো বন্যপ্রাণী শি’কারও নি’ষি’দ্ধ করেছে।উহানকে ‘বন্যপ্রাণীর অভয়াশ্রম’ঘোষণা করা হয়েছে। একমাত্র সরকারি অনুমোদন সাপেক্ষে গবেষণা, সংখ্যা নিয়ন্ত্রণ, মহা’মা’রি রোগবালাই পর্যবেক্ষণ এবং অন্যান্য বিশেষ পরিস্থিতিতেই শুধু ব’ন্যপ্রাণী শি’কা’র করা যাবে।
গত বছরের শেষের দিকে উহানেই সর্ব প্রথম ক’রো’না ভা’ই’রাসের সূত্রপাত হয়। সে সময় কর্তৃপক্ষ ভা’ই’রাসের উৎপত্তিস্থল হিসেবে বন্যপ্রাণী কেনাবেচা হয় উহানের এমন একটি বাজারের দিকে আঙুল নির্দেশ করেছিল।এর কিছুদিন পর চলতি বছরের জানুয়ারিতে সাময়িকভাবে ব’ন্য’প্রাণী কেনা-বেচা নি’ষি’দ্ধ করে চীন। এর আগে সার্স ভা’ই’রাস ছড়িয়ে পড়লেও বন্যপ্রাণী কেনা-বেচা সাময়িকভাবে নি’ষি’দ্ধ করেছিল দেশটি।
এদিকে এতো কিছুর পরও চীনের বিভিন্ন জায়গায় গোপনে ব’ন্য’প্রাণী কেনা-বেচা হচ্ছে বলে নানা প্রতিবেদন আসছে। এরই মাঝে উহান কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা দিয়ে বন্যপ্রাণী খাওয়া ও কেনা-বেচা নি’ষি’দ্ধ করলো।ক’রো’না ভা’ই’রাসের মূল উৎস কী, তা এখন পর্যন্ত সুনিশ্চত না হওয়া গেলেও, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি প্রাণীর শরীর থেকে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র- সিবিএস নিউজ।