চীনের রাজধানী বেইজিংয়ে ৯০ হাজার পরীক্ষা – পুরো সিল করা হলো ৩০টি এলাকা !!
করোনাভা’ইরাসের উৎপত্তিস্থল চীনের রাজধানী বেইজিংয়ে প্রতিদিন ৯০ হাজার করোনা শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। শহরটিতে নতুন সংক্রমণের কারণে এই বিপুল সংখ্যক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সংক্রমণের কারণে ইতিমধ্যেই ৩০টি আবাসন এলাকাকে পুরাদস্তুর সিল করে দেয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের করোনার পরীক্ষা করা হবে।
পরীক্ষা করা হবে সব রেস্তরাঁকর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীকেও।সোমবার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে সেখানকার ইন্ডোর খেলাধুলো ও বিনোদনের সব জায়গা।