চীনে প্রাণঘাতী নতুন ভাইরাস – বিমানবন্দরে সত’র্কতা !!
প্রাণঘা’তী নতুন এক ভাই’রাসের প্রা’দুর্ভা’ব দেখা দিয়েছে চীনে। এ ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে ইতিমধ্যে সিঙ্গাপুরে ৩ জন এবং থাইল্যান্ডে ২ জনের মৃ’ত্যু হয়েছে। বিষয়টি গু’রুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ভ্রমণ শেষে আসা দেশি-বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বিশেষ স’ত’র্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
চিকিৎসা বিজ্ঞানীরা এ ভাই’রাসের নাম দিয়েছেন ২০১৯-এনসিওভি-করোনা। মার্স-করোনা ভাই’রাসের মতো এ ভাই’রাসের আ’ক্র’মণে আ’ক্রা’ন্ত ব্যক্তির শরীরের জ্ব’র অনুভূত হয়। জ্ব’রের তী’ব্রতা বাড়লে শ্বা’সক’ষ্ট হয়। এরপর নিউমোনিয়া হয় বা হতে পারে। রোগটি ছোঁয়াচে। তবে নতুন এ চীনা ভাইরাস পশু-পাখি নাকি সামুদ্রিক মাছ থেকে সং’ক্র’মিত হচ্ছে সেটি এখনও নি’শ্চি’ত হওয়া সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, যেহেতু রোগটি সং’ক্র’মিত হয়, তাই সবারই স’ত’র্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিশেষ করে, হাঁচি-কাশির সময় রুমাল-টিস্যু-গামছা দিয়ে নাক-মুখ ঢেকে নেয়া। হাঁচি-কাশিরত ব্যক্তি থেকে নি’রাপ’দ দূরত্বে অবস্থান করা। প্রয়োজনে মাস্ক ব্যবহার করা। বারবার দুই হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলা। সব ধরনের ফলমূল ভালো করে ধুয়ে খাওয়া।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, ২০১৯-এনসিওভি-করোনা ভাই’রাসের তথ্য আমরা পেয়েছি। ইতিমধ্যে এ বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা চীন থেকে আসছেন- এমন পর্যটকদের হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ‘থার্মাল স্ক্যানার’র ভেতর দিয়ে আসতে হবে। তাদের শরীরে জ্ব’রের অ’স্তি’ত্ব পাওয়া গেলে নিরা’পত্তামূলক পরীক্ষা করা হবে।