চূড়ান্ত ভাবে দলে জায়গা হলো বিশ্বকাপ জয়ী শরীফুলের !!
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে জয়ী হওয়ায় সারা দেশে বইছে আনন্দের বন্যা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছে পঞ্চগড়ের দেবীগঞ্জের ছেলে শরিফুল ইসলাম।
আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এর দল বদল শুরু হয়েছে। যেখানে প্রাইম ব্যাংকের হয়ে নাম নিবন্ধন করেছেন ৯ জন ক্রিকেটার। যেখানে প্রথমবার দলে নাম নিবন্ধন করেছেন বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম।
এদিকে প্রাইম ব্যাংকের হয়ে যে ৯ জন ক্রিকেটার রেজিষ্ট্রেশন করেছেন তারা হলেন- শরিফুল ইসলাম, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, অমিত মজুমদার, দেলোয়ার হোসেন, কাজি কামরুল ইসলাম, আরাফাত সানি মৃধা ও আলী মোহাম্মদ ওয়ালিদ।
এছাড়া জিম্বাবুয়ে সিরিজ চলায় সিলেটে আছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। আর তাই এখনো অনেকে চুক্তি করেন নি। তামিম ইকবাল, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়রা এখনো চুক্তিপত্রে সই না করেন নি।