ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাও – কলকাতা থেকে পালিয়ে বাংলাদেশে, এরপর…
ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাওয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চা*ঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত নয় মাস পূর্বে বাবা নুর ইস’লাম (৪৫) ছেলের পছন্দের মেয়ের সাথে বিয়ে দেয় বেলাল হোসেনের (২২)।
ঘটনাটি গত ২৪ আগস্ট পঞ্চগড় জে’লার আটোয়ারী উপজে’লার তোড়েয়া ইউনিয়নের ছেপরাঝার গ্রামে বিয়ের পরেই জীবিকা নির্বাহের জন্য স্ত্রী’কে রেখে কর্মস্থলে চলে যায় বেলাল।
ছুটি পেলেই মাঝে মাঝে বাসায় আসে, বেলাল বাসায় আসলে খা’রাপ আচরণ করতো তার স্ত্রী’। এই বিষয়ে নুর ইস’লামের স্ত্রী’ তসলিমা জানায়, আমা’র ছেলে বাসায় আসলে আমা’র বউমা প্রতিদিন বিছানায় শোয়ার সময় আমা’র ছেলের সাথে খা’রাপ আচরণ করতো।
মাঝেমাঝে দেখা যেত আমা’র স্বামী আমা’র বৌমা’র সাথে আমাদের শয়ন কক্ষে হাসাহাসি করত, সন্দেহ হলে আমা’র স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলে বৌমা হলো নিজের মেয়ের মত এই নিয়ে আমাকে প্রায়সময় মা’রপিট করত।
সম্মানের ভ’য়ে আমি বিষয়টি কাউকে জানাতে পারিনি। ১লা ভাদ্র মাসে ভাদর কা’টানির উৎসব পালনের জন্য বউমা বাবার বাড়িতে যায়।
মেয়ের পরিবার সূত্রে জানা যায়, খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। আগে থেকে শ্বশুর বউমা বুদ্ধি করে রাখে, খালার বাড়িতে না গিয়ে তারা পালিয়ে বিয়ে করে ঢাকার উদ্দেশে চলে যায়।
ঘটনার কয়েকদিন পর মেয়ে তার মাকে ফোনে নিশ্চিত করে যে আমি আমা’র শ্বশুরকে বিয়ে করে বর্তমানে ঢাকায় সংসার করছি।এদিকে শ্বশুর বউমা বিয়ে করায় এলাকার মানুষ ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। এলাকাবাসী সহ উভয় পক্ষের পরিবার শ্বশুর- বউমা’র দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি করছে, যাতে ভবিষ্যতে দ্বিতীয় বার এ ধরনের জঘ’ন্যতম ঘটনা না ঘটে।