ছোট্ট শিশুটি বহুতল ভবনের কার্নিশ দিয়ে দৌড়াচ্ছে, ভিডিও ভা’ইরাল !!
বহুতল ভবনের ৫ তলার কার্নিশ দিয়ে নির্ভয়ে দৌড়াচ্ছে ছোট্ট এক শিশু। পিলে চমকানো এই ভিডিও এরইমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে স্পেনের টেনেরিফ শহরে।খবরে বলা হয়, বাবা-মা গোসল করছেন। আর সেই সুযোগে ছোট্ট শিশুটি এমন কাণ্ড করে বসে।
ভা’ইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বহুতলের ৫ তলার কার্নিশ দিয়ে কখনও হেঁটে আবার কখনও প্রায় দৌড়ে যাচ্ছে একটি ছোট্ট শিশু। যে কোনো মুহূর্তে একচুল এদিক-সেদিক হলেই সে পড়ে যাবে নিচে।শিশুটি প্রথমে একটি জানলার ধার ঘেঁষে কার্নিশ ধরে হেঁটে বারান্দার দিকে আসে, তারপর সেখানে কিছুটা থমকে গিয়ে আবার ঘুরে প্রায় দৌড়ে ফিরে যায় সেই জানলার কাছেই।
ভিডিওটি ‘আই লাভ টেনেরিফ’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়। যেখানে সেটির এখনও পর্যন্ত প্রায় ৩.৪ মিলিয়ন ভিউ হয়েছে এবং ২৫,০০০ এরও বেশি মানুষ নানা ধরনের মন্তব্য করেছেন।এদিকে মেট্রো নিউজ জানিয়েছে, ওই শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ফিনল্যান্ড থেকে স্পেনে ছুটি কাটাতে এসেছিল। এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ বর্তমানে ওই শিশুটির বাবা-মায়ের সন্ধান করছে।যদিও তারা এখনও স্পেনেই আছেন নাকি দেশে ফিরে গেছেন তা জানা যায়নি।