জমকালো উদ্বোধনের বিপিএলে থাকছে যে নতুন আয়োজন !!
এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে আর বেশ কিছুদিন পরেই। সেই বিপিএলের ওপেনিং সেরেমনি হবে বেশ জমকালো ভাবেই। এবারের বিপিএলে তাইতো থাকবে নতুন সব আয়োজন। থাকবে বেশ অনেক চমকও।
উদ্বোধনী অনুষ্ঠান বিভক্ত দুই ভাগে। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। মহিদুল ইসলাম খান ও রেশমি মীর্জার পর মঞ্চে উঠবেন দর্শকপ্রিয় জেমস। জেমসের পর গান গাইবেন আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ।
এরপর প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসময় আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে উঠবে মিরপুরের আকাশ। স্টেডিয়ামে চলবে লাল-নীল আলোকরশ্মির খেলা। দ্বিতীয় পর্ব শুরু হবে ভারতের সনু নিগামকে দিয়ে। তার গানের পর লেজার বিম শো উপভোগের পালা। এরপর মঞ্চে উঠবেন আরেক ভারতীয় গায়ক কৈলাশ খের। তবে অনূষ্ঠানের মূল আয়জনে থাকবেন সালমান-ক্যাটরিনা। সালমানের ফর্মের পরেই শেষ হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।