জরুরী বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল ঐক্যফ্রন্ট !!
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৯ ডিসেম্বর রবিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার চেম্বারে অনুষ্ঠিত এ বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
এদিকে বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করতে নিজেদের ঐক্য সুসংহত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের ঐক্যকে সুসংহত করে আমাদের যে ভোটাধিকার এটাকে আমাদের আদায় করতে হবে। নির্বাচনকে অর্থপূর্ণ করতে হবে।’
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসিন রশীদ, বিকল্প ধারার একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, জেএসডির সিরাজুল ইসলাম, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল প্রমুখ।
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট