জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী !!
আওয়ামী লীগ সরকারের বর্তমান পর পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের চার বছর সম্পন্ন হওয়া উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে পর পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের চতুর্থ বছর সম্পন্ন হওয়ায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন।উক্ত ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয় অর্জনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে।