জাতীয় দলের দরজা খুলতে পারে এই চার ক্রিকেটারের !!
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত জাতীয় দলের বাইরে যে চারজন ক্রিকেটার নজর কাড়তে পেরেছে তারা হলেন মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
১। মেহেদী হাসান রানা:
টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে নেওয়া যায়, মোস্তাফিজের ব্যাকআপ হিসেবে। ইতিমধ্যে বল হাতে দুর্দান্ত খেলে চলেছেন তিনি।
২। নাসুম আহমেদ:
যেহুতু সাকিব নাই তাই নাসুম আহমেদ কে পার্ফেক্ট মনে হয়েছে, নাজমুল,সানজামুল কিংবা সানির মত না সে,অনেকটা বুদ্ধিদিপ্ত ভাবে বল করে আর গতি ও আছে ভালো
৩। হাসান মাহমুদ:
নেট বোলার থেকে উঠে আসা দারুন সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদ। এই পেসার দুর্দান্ত পারফর্ম করে চলেছেন।
৪। মুকিদুল ইসলাম মুগ্ধ:
বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন তরুণ গতি তারকা মুকিদুল ইসলাম মুগ্ধ। সাম্প্রতিক সময়ের পেস বোলারদের সংকটে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।