জাতীয় দলে অবশেষে ফিরছেন সাইফউদ্দিন !!
বর্তমানে যে কয়জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে চলেছেন তাঁর মধ্যে সাইফউদ্দিন অন্যতম। বেশ কিছুদিন যাবত তিনি দলের বাহিরে আছেন। তবে আশার বানী হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ফিরছেন সাইফউদ্দিন৷
এদিকে, শুরুতে ১৪ সদস্যের ওয়ানডে দল দিলেও সিরিজের প্রথম ম্যাচের দিন অর্থাৎ ১ মার্চ ১৫তম সদস্য হিসেবে টাইগার শিবিরে যোগ দিবেন সৌম্য সরকার।
প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ- জিম্বাবুয়ে। এরপর আগামী ১ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল। এরপর ৯ ও ১১ মার্চ শের-ই বাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।