জানা গেল করোনায় নতুন করে আ’ক্রান্ত ৪১ জন ও মৃ’ত ৫ জনের পরিচয় !!
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর থেকে দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৪১ জন এবং নতুন করে ৫ জনের মৃ’ত্যুর ঘটনা ঘটেছে।
এ নিয়ে দেশে করোনায় মোট আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন ও মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস সং’ক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য দেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।’
সেই সঙ্গে দেশে নতুন আ’ক্রান্ত ৪১ জন ও মৃ’ত ৫ জনের পরিচয় জানান তিনি। আ’ক্রান্ত ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৩ জন এবং মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন। তাদের মধ্যে আবার ২ জন ঢাকার, ৩ জন ঢাকার বাইরের।’
তিনি বলেন, ‘নমুনা পরীক্ষায় আরও ৪১ জনের শরীরে করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনায় মোট আ’ক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আ’ক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এতে মৃ’তের সংখ্যা হয়েছে ১৭।’তিনি আরো বলেন, ‘আ’ক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৩ জন। নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন। ২ জন ঢাকার, ৩ জন ঢাকার বাইরের।