জানা গেল গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত ৫৪ জনের পরিচয় !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৫৪ জন আ’ক্রান্ত হয়েছেন এবং মা’রা গেছেন ৩ জন। এ নিয়ে দেশে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ফ্লোরা বলেন, ‘ গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন।’
তিনি আরো বলেন, ‘দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। একই সময়ে ভা’ইরাসটিতে আ’ক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩-ই আছে। ৫৪ জনের মধ্যে ঢাকায় সর্বোচ্চসংখ্যক ৩৯ জন শনাক্ত হয়েছেন।’