জানা গেল গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭ জনের পরিচয় !!
প্রা’ণঘাতী করোনাভা’ইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ৩১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মা’রা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে।
করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের পরিচয় জানা গেল। ৭ জনের চারজনই নারায়ণগঞ্জের ও বাকি তিনজন ঢাকার। আজ রোববার নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গেল ২৪ ঘণ্টায় মা’রা যাওয়া সাত জনের মধ্যে চারজনই নারায়ণগঞ্জের ও বাকি তিনজন ঢাকার। ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। নতুন আ’ক্রান্তদের শতকরা ৬৬ ভাগ পুরুষ, নারী ৩৪ ভাগ।’
নতুন আ’ক্রান্ত বয়স বিশ্লেষণে তিনি বলেন, ‘গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী সবচেয়ে বেশি, ২৩ দশমিক ৪ ভাগ। আর ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন ২২ দশমিক ৩ ভাগ। আ’ক্রান্ত অন্যান্যরা বিভিন্ন বয়সসীমার।’