জানুন, দেশে ২৪ ঘণ্টায় মৃ’ত ২ ব্যক্তির বিস্তারিত তথ্য !!
দেশে করোনাভা’ইরাসের মরণ থাবায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ২ জন। আর এই প্রা’ণঘা’তী আ’ক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৭৭ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় ২ জন মৃতের মধ্যে একজন শিশু ও অপরজন ৬০ বছর বয়স্ক। মৃত দু’জনের ১ জন রংপুরের এবং অপরজন নারায়ণগঞ্জের।
আজ রবিবার (৩ মে) দুপুরে, দেশে করোনা শনাক্তের ৫৭তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এরআগে গতকাল দেশে ৫ জন মারা যায়।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, দেশে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১,০৬৩ জন। ঢাকা বিভাগে মোট সুস্থ হয়েছেন ৬২৪ জন। আর, ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ৪৩৯ জন। চিকিৎসকেরাও প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্ক্রিনিং কার্যক্রম অব্যহত রয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪ ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮টি। গত ২৪ ঘন্টায় নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ করোনায় শনাক্তের রেকর্ড। এ নিয়ে সর্বমোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জন।