জানুন, যেভাবে করোনা জয় করেছে দ.কোরিয়া !!
করোনা মোকাবিলায় নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে আ’ক্রান্ত হওয়া ৯০ শতাংশের বেশি মানুষকে সুস্থ করে তুলেছে তারা। ভালো আছেন প্রবাসী বাংলাদেশিরাও। করোনা ভয় জয় করে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ফিরেছেন স্বাভাবিক জীবনধারায়।
জানুয়ারিতেই প্রথম করোনা রোগী শনাক্ত হয় দক্ষিণ কোরিয়ায়। এরপর ফেব্রুয়ারিতে ব্যাপকহারে বাড়তে থাকে আ’ক্রান্তের সংখ্যা, তবে মার্চের মধ্যেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সিউল।বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে করোনা মোকাবিলায় সাফল্য দেখিয়েছে চীনের প্রতিবেশী এ দেশটি। কোভিড-নাইনটিনকে পরাস্থ করেছে মুন-জে-ইনের দেশ।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ায় করোনা পরীক্ষার হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতিদিন অন্তত ১৫ হাজার মানুষের করোনা টেস্ট করা হচ্ছে। কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করে সংক্রমণ ঠেকিয়েছে সিউল। তিনজন রোগী পাওয়ার পর মিলিটারি বেস লকডাউন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সুরক্ষায় এ এক যুগান্তকারী পদক্ষেপ, বলছেন বিশ্লেষকরা।