জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে মুখ খুললেন আকবর আলি !!
আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আসন্ন এই টেস্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে-বিসিবি একাদশ। বাংলাদেশ সময় সকাল ৯ঃ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই দলে আছেন যুব বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার।
এই ম্যাচ নিয়ে বাংলাদেশকে যুব বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া আকবর আলি বলেন, ‘জিম্বাবুয়ে অনেক অভিজ্ঞ। আমার কাছে এই ম্যাচকে চাপ মনে হয় না। বরং মনে হয় এটা আমাদের জন্য ভালো সুযোগ।’