জিম্বাবুয়ের সাথে দুর্দান্ত জয়ে যাদের প্রশংসায় ভাসালেন মাশরাফি !!
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের পর বেশ কয়েকজনের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, ওয়ানডেতে আমরা গত ৩/৪টা ম্যাচ ভালো খেলতে পারিনি। আমরা সেগুলোতে লড়াই জমিয়ে তুলতে পারছিলাম না, কিন্তু আজ আমরা সেটা পেরেছি। দেখেন, সাইফউদ্দিন মাত্রই চোট কাটিয়ে ফিরেছে, আমি নিজেও ৮ মাস পরে ফিরলাম।’
তিনি আরো বলেন, ‘লিটন খুব ভালো ব্যাটিং করেছে এবং এটা অন্যদের ভালো করার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। মাহমুদউল্লাহ তো খেলেছেই, মিঠুনও দারুণ খেলেছে।’